ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বাংলাদেশ একদিন ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশসহ নতুন দেশগুলোকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াই ফিফার লক্ষ্য। আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া বিশ্বকাপে কেপ ভার্দ, কুরাসাও, উজবেকিস্তান ও জর্ডানের মতো নতুন দল অংশ নিচ্ছে।
ইনফান্তিনো বলেন, বাংলাদেশ ফুটবলের দারুণ দেশ এবং সেখানে ফুটবল উন্নতি করছে। ফিফা বাংলাদেশ ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করছে এবং দেশটিতে প্রচুর প্রতিভা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। সম্প্রতি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ সফরে এলে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিনরা সেটি কাছ থেকে দেখেন এবং নতুন প্রজন্মের হাত ধরে বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা জানান।
১৯৮০ সালে বাংলাদেশ একবার এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল। তবে হামজা চৌধুরী ও শমিত সোমদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের যোগে দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে।