মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে ১৫ মিনিটের সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা করেন। আলোচনায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর প্রতি উভয়ের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই সংলাপকে দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে।