কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল ও কয়েকটি ঘরবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের হাসপাতালে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হাসপাতালটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং মূল্যবান চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে প্রায় চার কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বি-ব্লকে আগুনে পাঁচটি ঘর পুড়ে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দাতব্য সংস্থা ওবাট হেলপারস ইউএসএ ‘ওবাট হেলথ পোস্ট’ নামে হাসপাতালটি প্রতিষ্ঠা করে। এটি হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএর অনুদানে ও ক্যাম্প প্রশাসনের সহায়তায় পরিচালিত হচ্ছিল। স্থানীয়রা জানান, এই হাসপাতাল থেকে রোহিঙ্গা ও আশপাশের মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতেন।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রশাসন ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে।