Web Analytics

ডাকসুর মনোনয়ন ফর্ম নিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। এ নিয়ে শিবির নেতা সাদিক কায়েম লিখেছেন, সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কারচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফ্যাসিবাদবিরোধীদের ওপর একাধিক হামলার সঙ্গে জড়িত থাকা সিজার তালুকদার ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়ন ফর্ম তুলেছে মঙ্গলবার। তিনি লেখেন, সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা স্বত্ত্বেও তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে কার্যকর শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করেন তিনি। অন্যথায় ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।