একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহিয়া আখতারকে নিজ কক্ষে অবরুদ্ধ করে শাসান কয়েকজন শিক্ষার্থী। এক শিক্ষককে পদোন্নতি দেওয়ার প্রতিবাদে তারা বলেন, ‘আপনি নিজ যোগ্যতায় আসেননি, আপনাকে আমরা বসিয়েছি।’ উপাচার্যকে শাসানো দুই শিক্ষার্থীর মধ্যে একজন চবির ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা শাখাওয়াত হোসেন এবং অপরজন শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাহসান হাবীব। শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির বিরোধিতায় শুক্রবার প্রশাসনিক ভবনে অবস্থান নেন তারা। এরপর প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। পরে সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড বাতিল করেছে কর্তৃপক্ষ।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।