বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় এবং তাকে এখনও ‘আউট অফ ডেঞ্জার’ বলা যাচ্ছে না। বুধবার চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। খোকন অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। তিনি বলেন, পুরো জাতি আজ জিয়া পরিবারের পাশে আছে এবং সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছে। খোকন আশা প্রকাশ করেন, খালেদা জিয়া যেন তার ছেলেকে রাষ্ট্রীয় নেতৃত্বে দেখতে পারেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দৃশ্য দেখতে পারেন। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শেষে তার সুস্থতার জন্য মোনাজাত করা হয়।