ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের তেল আবিব, আশকেলন ও হাইফাসহ গুরুত্বপূর্ণ শহরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত ও একটি ড্রোন ভূপাতিত করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সতর্কতামূলক সাইরেন বাজানো হলে লোকজনকে আশ্রয়ে যেতে বলা হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আশ্রয় ত্যাগের অনুমতি দেওয়া হয়। এর আগে হুথিরা ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিল।