রাজধানীর কামরাঙ্গীরচরে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে মো. রকি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত রকি পেশায় শ্রমিক ছিলেন এবং রাতের ডিউটি শেষে বাসায় ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় রকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ মর্গে রাখা হয়েছে এবং কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের গ্রামের ঠিকানা এখনো জানা যায়নি, তবে তিনি কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান মোড়ে থাকতেন বলে জানা গেছে।