এক বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে সমমনা ইসলামি দলগুলো। বৈঠকে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বখেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টিসহ সমমনা ইসলামি দলসমূহের নেতারা উপস্থিত ছিলেন। তারা নয়টি বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। তন্মধ্যে সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে। ‘বহুত্ববাদ’ সংবিধানে সংযুক্ত করা যাবে না। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভারতে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্ত্বরে গণহত্যা, জুলাই গণ-অভ্যূত্থানকালে হত্যাকাণ্ডসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে। হেফাজতের নেতা কর্মীদেরসহ রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসনরোধ করতে হবে। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।