Web Analytics

গ্যাসজনিত অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ বাড়ায় তিতাস গ্যাস জনসাধারণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। ১৪ জুন প্রকাশিত বার্তায় রান্নার ২০ মিনিট আগে জানালা-দরজা খুলে বায়ু চলাচল নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া চুলার নব, পাইপ ও ভালভে লিকেজ রয়েছে কিনা পরীক্ষা করতে বলা হয়। লিকেজ থাকলে রাইজার বন্ধ করে দক্ষ মিস্ত্রি দিয়ে তা মেরামতের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ এবং ১৬৪৯৬ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!