পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত শুনানিতে আদালত জানায়, তারা রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে গ্রহণ ও বিক্রি করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন। ইমরান বর্তমানে এই কারাগারেই বন্দি আছেন।
রায়ে বলা হয়েছে, পাকিস্তান দণ্ডবিধির ৩৪ ও ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। উভয়কে এক কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে, যা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত ইমরানের বয়স ও বুশরার নারী পরিচয় বিবেচনায় সাজা কিছুটা কম দিয়েছে। তাদের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে জাতীয় জবাবদিহি ব্যুরো মামলাটি দায়ের করে, যেখানে সৌদি যুবরাজের উপহার হিসেবে পাওয়া অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেয়ার অভিযোগ আনা হয়। এই রায় ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যতের ওপর নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে।