বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সংস্কার, বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে।