শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত কুয়েটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হবে। তারা কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলমান সমস্যার আশু সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেবেন। তিনি অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান।