Web Analytics

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি সুকান্ত দত্তকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার দুপুরে বান্দরবান সদর থানার নীলাচল যৌথ খামার এলাকা থেকে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। ৩০ বছর বয়সী সুকান্ত দত্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের অনুসারীদের বিক্ষোভের সময় আইনজীবী আলিফকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর দেশজুড়ে প্রতিবাদ, মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সুকান্ত দত্তের গ্রেপ্তার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে। অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!