Web Analytics

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেন, ১/১১ এর সময়েও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হয়েছিলো। তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের সরকার এ কাজ করেনি। অপরাধীদের ছাড় ও অবৈধ অর্থ সরানোর সুযোগ করে দিয়েছে। আরও বলেন, আলোচিত এস. আলম গ্রুপের মালিকাধীন ব্যাংকগুলো থেকে এস. আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ, লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা এশিয়াটিক এখনো ব্যবসায় করে যাচ্ছে! আরও বলেন, '২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের ঠাঁই নেই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই, অনতিবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

Card image

Related Memes

logo
No data found yet!