Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, হামলার রাতে আতঙ্কিত সাংবাদিকদের কাছ থেকে সাহায্যের ফোন পেলেও সময়মতো সহায়তা পৌঁছাতে পারেননি। তিনি বলেন, বিভিন্ন জায়গায় ফোন করেও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

১৮ ডিসেম্বর রাতে ঢাকায় বিক্ষুব্ধ জনতা দুটি পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শফিকুল আলম, যিনি নিজেও সাবেক সাংবাদিক, ঘটনাটিকে দেশের গণমাধ্যমের ওপর অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেন। সাংবাদিক সংগঠন বিএফইউজে ও ডিইউজে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছে।

এই হামলা বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি বাড়ছে।

Card image

Related Memes

logo
No data found yet!