বাংলাদেশে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা বইছে। আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে। বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর ঢাকায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনো শৈত্যপ্রবাহ শুরু না হলেও কুয়াশা ও সূর্যের আলো না পাওয়ায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে এই ঠান্ডা আরও বৃদ্ধি পেতে পারে। নতুন বছরের শুরুতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনাও রয়েছে।
শীতের কারণে নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অনেককে শীতে কাঁপতে দেখা গেছে। অন্যদিকে, শীতের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে, বিক্রিও কিছুটা বৃদ্ধি পেয়েছে।