বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও কানাডা। মালয়েশিয়ায় আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে এসব আশ্বাস দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চীন বাংলাদেশের চলমান সংস্কারে পূর্ণ সমর্থন জানিয়ে মেডিকেল ট্যুরিজম, পানি ব্যবস্থাপনা ও বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করে। কানাডা টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে রোহিঙ্গা সংকটে সমর্থনের আশ্বাস দেয়।