সম্প্রতি উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে বলেছিল, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এর প্রতিক্রিয়ায় এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের দেওয়া এমন বিবৃতি অস্পষ্ট ও বিভ্রান্তিকর! তিনি বলেন, উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যাবদি সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। এই সময় বিএনপি নেতা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এবং বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন।