গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচটি যানবাহনের সংঘর্ষে এক হাইওয়ে ট্রাফিক পুলিশ সদস্য ও এক বাস হেলপার নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে গোপীনাথপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে বিভিন্ন জেলার যাত্রী রয়েছেন, যাদের কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে যখন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়, ফলে আরও কয়েকটি যানবাহন একে একে জড়িয়ে পড়ে।