Web Analytics

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হলেও জনমনে নির্বাচন নিয়ে সংশয় কাটছে না। ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাবে, আম-ছালা দুটোই চলে যেতে পারে। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, অবাধ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য বিতর্কিত উপদেষ্টাদের দ্রুত প্রত্যাহার করে উপদেষ্টামণ্ডলী পুনর্গঠন করতে হবে। সরকারের মধ্যে থাকা ‘সরকারগুলো’ অবিলম্বে ভেঙে দিতে হবে। সমগ্র প্রশাসনকে সরকারের কার্যকরী নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।‌ সাইফুল বলেন, ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে- ভেঙে পড়া সমগ্র নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থা প্রতিষ্ঠিত করা। নির্বাচন বিধি চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ করা। তিনি মনে করেন, নির্বাচনকালীন নির্বাচনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের দায়িত্বে নিয়ে আসাও জরুরি। এই সময় তিনি বিভাজনের রাজনীতি থেকে বেরোতে বলেন। জুলাইয়ে সনদে স্বাক্ষরই অঙ্গীকার, আলাদা অঙ্গীকারনামা লাগে না বলেও উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।