মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তারের পর দেশটিতে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, মাদুরোর বিচার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর মার্কিন সিনেটর মাইক লি মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেন, যা এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিনেটর লি রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর জানান, মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার আশা রুবিও করেন না। লি আরও বলেন, যারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করছিলেন, তাদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্যই মার্কিন হামলাগুলো চালানো হয়েছে। এর আগে লি সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়াই এই পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে ন্যায্য হতে পারে।
শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে এবং এই অভিযান মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় সম্পন্ন হয়েছে।