ইরানে ইসরায়েলের চলমান হামলার কারণে তেহরানে বাংলাদেশি দূতাবাস কর্মকর্তাসহ প্রায় ৪০০ বাংলাদেশি ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। ১৭ জুন এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে এবং সেই অনুযায়ী উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকি কমাতে সমন্বিতভাবে কাজ করছে।