'ডেভিল হান্ট' অভিযানের দ্বিতীয় দিনে টঙ্গীর দুই থানায় আওয়ামী লীগের আরো ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ। এরা সকলেই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি। টঙ্গী পশ্চিম থানা জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি জানিয়েছে, টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তারা সকলেই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেছিল।