বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সভা শেষে তিনি এ তথ্য জানান। জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রধান উপদেষ্টা ও সব উপদেষ্টারা জানাজায় উপস্থিত থাকবেন।
শফিকুল আলম জানান, বুধবার এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ প্লাজা পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ির জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। দুপুরে অনুষ্ঠিত সভায় খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাফন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সরকারের এই সিদ্ধান্তে খালেদা জিয়ার রাজনৈতিক অবদানকে সম্মান জানিয়ে রাজধানীতে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে শেষকৃত্য সম্পন্নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।