Web Analytics

গোপালগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৭ জুলাই বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশে পরিণত হয়। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিলো ফ্যাসিবাদবিরোধী জনতার বিস্ফোরণ, যার প্রতীক হয়ে উঠেছেন শহীদ আবু সাঈদসহ অন্যান্যরা। তিনি অভিযোগ করেন, ঠিক এই বার্ষিকীর সময় টুঙ্গিপাড়ায় হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ, জাতীয় ঐক্য ও রাজনৈতিক নিপীড়নের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন।

Card image

Related Memes

logo
No data found yet!