গাজায় ইসরায়েলি হামলায় মঙ্গলবার অন্তত ৬১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণপ্রার্থীও রয়েছেন। শাতি শরণার্থী শিবির ও দক্ষিণাঞ্চলে হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। জাতিসংঘের ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার বেড়েই চলেছে। ইসরায়েল ১৬টি এলাকায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানোর নির্দেশ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন গাজায় মানবিক সংকট অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।