রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। সোমবার সকালে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। উভয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুলড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে বের হচ্ছেন। পুলিশ জানায়, ওই নারীই গৃহকর্মী আয়েশা, যিনি হত্যার আগে বোরকা পরে বাসায় প্রবেশ করেছিলেন। পরিবার জানায়, চার দিন আগে ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে আয়েশাকে কাজে নেওয়া হয়েছিল। তিনি নিজের পরিচয় ও ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
ডিএমপি জানিয়েছে, আয়েশার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্তে হত্যার উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা চলছে।