Web Analytics

লা লিগায় অনায়াস জয় তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। রবিবার রাতে হান্সি ফ্লিকের দল ২–০ গোলে দশ জনের ভিয়ারিয়ালকে হারায়। ম্যাচে রাফিনহা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন, আর তরুণ লামিনে ইয়ামাল দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন। এই জয়ে ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে।

এস্তাদিও দে লা সেরামিকায় ভিয়ারিয়ালের রেনাতো ভেলগা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের এটি নবম গোল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা ২–১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বড় চমক দেখিয়েছে।

এই ফলাফলে ইউরোপের দুই ঐতিহ্যবাহী ক্লাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে—বার্সেলোনা ছন্দে, আর ম্যানইউ খুঁজছে স্থিতি।

Card image

Related Memes

logo
No data found yet!