৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। হাসিনাসহ দলটির অনেক নেতাকর্মী পালিয়ে যান ভারতে। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালানো অনেক পুলিশ কর্মকর্তাও গা ঢাকা দেন। ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত এমন ১৩ পুলিশ কর্মকর্তাকেই এবার সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পৃথক প্রজ্ঞাপনে পলায়নের অভিযোগ এনে এদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।