নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় বিএসএফ-এর গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মহিষ আনার সময় তিনি সীমান্ত পেরিয়ে ভারতের আগ্রাবাদ এলাকায় গিয়েছিলেন এবং ফেরার সময় বিএসএফ গুলি চালায়। তিনদিন পর বিএসএফ হত্যার বিষয়টি স্বীকার করে মরদেহ হস্তান্তর করে। ময়নাতদন্ত ভারতের অভ্যন্তরে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে।