বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে উল্লেখ করায় ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারতের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তামিম। তার বক্তব্যের পর নাজমুল ইসলামের মন্তব্য ভাইরাল হলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবির কাছে প্রতিবাদলিপি পাঠায় এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়। পরে নাজমুল ইসলাম পোস্ট সম্পাদনা করে ‘দালাল’ শব্দটি পরিবর্তন করে ‘এজেন্ট’ লিখলেও ততক্ষণে সমালোচনার ঝড় ওঠে।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে বলেন, বিসিবি পরিচালকদের জন্য কোড অব কন্ডাক্ট থাকা জরুরি। তিনি জানান, বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালকের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। মিঠুন বলেন, এমন মন্তব্য কোনো ক্রিকেটারের ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয় এবং বিসিবির নেতৃত্বে সাবেক অধিনায়করা থাকা সত্ত্বেও এমন আচরণ হতাশাজনক।
এম নাজমুল ইসলাম গণমাধ্যমে জানান, তিনি ক্ষমা চাইবেন না, আর বিসিবিও কোনো মন্তব্য করেনি। মিঠুন সতর্ক করে বলেন, যদি ক্ষমা না চাওয়া হয়, কোয়াব পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি আরও অনুরোধ করেন, ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখতে এবং ভারতের বিশ্বকাপে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে।