ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে, ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। তবে, মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের মতে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সংক্ষুব্ধ হলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারে। তবে, সেটা হতে হবে মামলার বিবাদী পক্ষ। যেমন ফজলে নূর তাপস। সেখানে আপিল না করে একজন আইনজীবী রিটকারী হয়ে হাইকোর্টে আসতে পারেন না। তাই এ রিট খারিজযোগ্য।