Web Analytics

বাংলাদেশের জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টা ৫১ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে পাঠানো হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে তার চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য উপদেষ্টা ডা. সায়েদুর রহমান ও হাদির পরিবারের সদস্যদের অংশগ্রহণে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা ও ফোলাভাব বেড়েছে, যা তার জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা স্থিতিশীল রয়েছে, তবুও ব্রেন ইনজুরি ও হরমোনগত ভারসাম্যহীনতা তার অবস্থাকে জটিল করে তুলেছে।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের হাদির চিকিৎসার বিষয়ে নিয়মিত অবহিত থাকার নির্দেশ দিয়েছেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!