জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মনোয়ার হোসেনকে ফেরাতে প্রতিবাদ মিছিল করেছে ইটনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারুফুল আলম খান বলেন, একটা অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ইটনায় কোনো সমন্বয়ক বলে শব্দ ছিল না। ইটনায় যতটুকু আন্দোলন হয়েছে তা শুধু জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হয়েছে। ভুয়া সমন্বয়ক সেজে ইটনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে কেউ কেউ। একজন দক্ষ ন্যায়পরায়ণ মানবপ্রেমি ওসিকে বদলির মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সমন্বয়ক সেজে লুটপাট করছে। আমরা ওই সমন্বয়ক দাবিকারীর বিচার চাই। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, আমরা খুব নির্দিষ্টভাবে বুঝতে পারছি স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন সাবেক ওসি মনোয়ার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছিলেন।