রাজশাহীতে এক সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ডিসি-এসপিরা এখন 'চাপে পড়ে' ভালো ব্যবহার করছেন, না হলে তারা প্রমোশনের জন্য গণভবনে লাইন দিতেন। তিনি সাংবাদিকদের নজরে রাখার কথা জানান এবং জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য তাদের সমালোচনা করেন। তিনি বলেন, তরুণ সমাজ আর কারও দালালি বা স্বৈরাচার চায় না, তাদের হারানোর কিছু নেই, শুধু মানুষের ভালোবাসা আছে। প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে কেউ বাংলাদেশে জায়গা পাবে না। গোয়েন্দা সংস্থার দিকেও আঙুল তুলে তিনি বলেন, তারা রাজনৈতিক দল গঠনসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত। আন্দোলনের লক্ষ্য ক্ষমতা নয়, বরং সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।