রাশিয়ার মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ জেনারেল ফানিল সারভারভ। সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ইয়াসেনেভায়া স্ট্রিটে তাঁর গাড়ির নিচে রাখা বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর মারা যান। বিস্ফোরণে আশপাশে পার্ক করা আরও সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সারভারভ ছিলেন রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং অধিদপ্তরের প্রধান। ঘটনাটি তদন্তে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষের ধারণা, এই হামলার পেছনে ইউক্রেনের বিশেষ বাহিনী জড়িত থাকতে পারে, যদিও ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি। সিরিয়ায় ২০১৫-২০১৬ সালে সামরিক অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সারভারভ। ২০১৬ সালে তিনি বর্তমান পদে নিযুক্ত হন।
এই হত্যাকাণ্ড রাশিয়া-ইউক্রেন উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। নিরাপত্তা বাহিনী হামলার পেছনের নেটওয়ার্ক ও সম্ভাব্য আন্তর্জাতিক সংযোগ অনুসন্ধান করছে।