বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে জেলা প্রেসক্লাবের সামনে শেষ হয় এ কর্মসূচি। বিক্ষোভে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে গণভোটের আয়োজন ছিল প্রধান দাবি। জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতারা। একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনও শহরে পৃথক বিক্ষোভ মিছিল করে, যা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়।