Web Analytics

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৩য় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি বলেন,জুলাই আগষ্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যকাণ্ড হয়েছে। আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে ৫০ টিরও বেশি জেলায়। সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেইজ থেকে। আলমগীর বলেন, জুলাই আন্দোলনসহ গত ১৫ বছরে যত হত্যা, খুন, যখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গী নাটক হয়েছে সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে। সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, প্রথম শহীদ আবু সাঈদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল-২। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার।

Card image

Related Memes

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।