Web Analytics

বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেন। তিনি বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে “অবিলম্বে আলোচনা” শুরু করার আহ্বান জানান। ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি বলপ্রয়োগ করতে চান না, প্রয়োজনও নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইউরোপ “সঠিক পথে যাচ্ছে না” এবং তিনি চান ইউরোপ আরও ভালো করুক।

ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের প্রতি তাঁর “অপরিসীম শ্রদ্ধা” রয়েছে, তবে গ্রিনল্যান্ডকে তিনি বিশাল, প্রায় জনবসতিহীন ও অনুন্নত দেশ হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র প্রায় দুইশ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে এবং ডেনমার্কের সেখানে “কোনো চিহ্নই নেই”। ট্রাম্পের মতে, কেবল যুক্তরাষ্ট্রই এই বিশাল বরফখণ্ডের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে পারে।

নেটোর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে অপ্রতিরোধ্য হতে পারে, কিন্তু অতিরিক্ত বলপ্রয়োগের পথে যাবে না। তিনি শেষ করেন এই বলে যে, আমেরিকা যা চায় তা হলো “গ্রিনল্যান্ড নামের একটি জায়গা।”

Card image

Related Memes

logo
No data found yet!