ঈদুল ফিতর সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সেখানে পরিদর্শনে গিয়ে মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ঈদযাত্রায় শুক্রবার যাত্রীর চাপ তুলনামূলক অনেক বেশি। লঞ্চ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতুর প্রভাব না থাকায় চাঁদপুর রুটে শিডিউল অনুযায়ী চলছে লঞ্চ। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা খুবই সতর্ক ও জাগ্রত অবস্থায় নিয়োজিত রয়েছে।