Web Analytics

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অরগানাইজড হেট (সিএসওএইচ) ও এর ইন্ডিয়া হেট ল্যাব (আইএইচএল) প্রকল্পের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৫ সালে ২১টি রাজ্যে ১,৩১৮টির বেশি হেট স্পিচ রেকর্ড হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১৩ শতাংশ এবং ২০২৩ সালের তুলনায় ৯৭ শতাংশ বেশি। এসব ঘটনার ৯৮ শতাংশ মুসলিমদের এবং ১৩৩টি খ্রিষ্টানদের লক্ষ্য করে। মোট ঘটনার ৮৮ শতাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল ও অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ (এএইচপি) শত শত ঘটনার সঙ্গে যুক্ত। অনেক বক্তব্যে ‘লাভ জিহাদ’, ‘ভূমি জিহাদ’ ও ‘জনসংখ্যা জিহাদ’-এর মতো ষড়যন্ত্রতত্ত্ব ব্যবহার করে সহিংসতা, বয়কট ও উপাসনালয় ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। বড়দিনের সময় খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনাও বেড়েছে, বিশেষ করে রায়পুরসহ বিভিন্ন শহরে চার্চে আক্রমণ হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় হেট স্পিচ এখন বিজেপির রাজনৈতিক কৌশলের সঙ্গে গভীরভাবে জড়িত, যা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও বিভাজনকে উসকে দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!