Web Analytics

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনদৃষ্টিতে রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ১৭ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ ও সদস্যরা জানান, আটটি বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে এবং সাতটি বিষয়ে আলোচনা চলছে। ইউনূস বলেন, টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনগণ পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করছে, যা একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি কমিশন সদস্যদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই সনদের মাধ্যমে বাস্তবায়িত হবে, তাই কাজটি সর্বোচ্চ স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!