Web Analytics

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনের ঘাট সীমান্তে ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। শুক্রবার সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উড়িষ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের ওই ১৪ জনকে সীমান্ত পিলার ১৫৭/১-এস এর কাছে পুশইনের চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তায় রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের বাধা দেয়। পরে বিজিবির কড়া প্রতিবাদের পর বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে চাইডোবা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে তাদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হলে বিএসএফ তাদের হেফাজতে নেয় এবং বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!