ফরিদপুরের ভাঙ্গায় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে অসন্তোষ থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে এক ঘণ্টা ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। বুধবার রাতে ঘোষিত ১৫ সদস্যের কমিটিকে অবৈধ দাবি করে তারা বিক্ষোভে নামেন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ আনেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।