ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের চট্টগ্রামে জব্দকৃত সম্পত্তি দেখভালের জন্য একজন রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মোট ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা এই আদেশের আওতায় রয়েছে।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এই সম্পত্তিগুলোর দেখভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। এর আগে একই আদালত গত ১১ জানুয়ারি এস আলমের এসব জমি ও স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছিল।
রিসিভার নিয়োগের মাধ্যমে আদালত জব্দকৃত সম্পত্তির সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় বলে নির্দেশ থেকে বোঝা যায়।