ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে বৃহস্পতিবার ভোরে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার ফেসবুক পোস্টে জানান, গান পাউডার ব্যবহার করে ‘জঙ্গি লীগ’ নামের একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এখনো হামলার কারণ বা দায়ীদের পরিচয় জানা যায়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি ছাত্র রাজনীতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।