যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিনিয়াপোলিসে গত সপ্তাহে এক ফেডারেল এজেন্টের গুলিতে এক নারী বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার পর সোমবার এই মামলা দায়ের করা হয়।
মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন অভিযোগ করেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতি সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে, যা রাজ্যের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেডারেল সরকারের হাজার হাজার কম প্রশিক্ষিত, সশস্ত্র ও আগ্রাসী এজেন্ট স্থানীয় সম্প্রদায়ে মোতায়েন করা হয়েছে, যা রাজ্যকে আরও অনিরাপদ করে তুলেছে।
এলিসনের দাবি, রাজনৈতিক মতপার্থক্য, বৈচিত্র্য ও গণতান্ত্রিক অবস্থানের কারণে মিনেসোটাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধান ও ফেডারেল আইনের লঙ্ঘন। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে অভিযোগ করেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবে মিনেসোটাকে অভিবাসন দমনের অংশ হিসেবে টার্গেট করছেন।