অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জুলাই মাসকে গর্বের মাস হিসেবে উল্লেখ করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শহীদদের স্মরণ করতে আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীরা নেতৃত্ব দেবেন। জুলাই আন্দোলনের মাধ্যমে যারা শোষণ থেকে মুক্তি এনেছে তাদের প্রশংসা করেন। ড. আবরার দক্ষতা, নৈতিকতা ও মানবিকতা জাগ্রত করার শিক্ষা ব্যবস্থা গড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।