ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে মাইলস্টোন স্কুলের দুই শিক্ষার্থী জুনায়েদ ও তানভীর আহমেদ রয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস ও চিকিৎসকরা জানান, বিমানটি মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে নিচে পড়ে বিস্ফোরণের ফলে অনেকে দগ্ধ হন। হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।